রিপোট তৈরি করার সময় তালিকা
আমরা জানি আপনার সময়ের মূল্য অনেক, এছাড়া সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। একথা চিন্তা করে আমরা বিভিন্ন রিপোট তৈরি করার সময় তালিকা অর্ন্তভূক্ত করেছি।
এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে সকল রিপোর্ট তৈরি করা যাবে
- আপনার চাহিদামত ইমেইলের (Email) মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক রিপোর্ট সাথেসাথে দেখা যাবে।
- পূর্বের বা পূরানো রিপোর্ট ম্যানুয়েলি (Manually) দেখার জন্য অ্যাপে লগ অন করার প্রয়োজন নেই।